Ajker Patrika

আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে রুল হাইকোর্টের  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২২: ৫৩
আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা নিয়ে রুল হাইকোর্টের  

আতশবাজি ও ফানুস নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পরিবেশবাদী ও প্রাণী অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন। 

স্বরাষ্ট্রসচিব, জ্বালানি ও খনিজসচিব, মৎস্য ও প্রাণিসম্পদসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

আইনজীবী রফিকুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি বিধিনিষেধের মধ্যেও বিশেষ দিনে আতশবাজির প্রচলন আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাতে আতশবাজি ও ফানুস ওড়ানোর কারণে শত শত পাখি মারা যাওয়া এবং দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এসব কারণে জনস্বার্থে ১১ জানুয়ারি রিট করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত