ঢাবি প্রতিনিধি
বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’
বকেয়া পাওনা টাকা চাওয়ায় ক্যানটিনমালিক মো. ফাহিমের দাড়ি ছিঁড়ে ফেলা এবং ম্যানেজার মুহাম্মদ মনিরকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাবি শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
এর আগে গতকাল সোমবার দুপুরে মাস্টারদা সূর্যসেন হলের ক্যানটিনে খাওয়ার পর অভির কাছে টাকা চাইলে বিকাশে টাকা তুলতে সমস্যা হচ্ছে বলে উল্লেখ করে পরে টাকা দেবে বললে উভয়ের মাঝে কথা-কাটাকাটি হয়। একই সঙ্গে আগের পাওনা ২ হাজার ৬৫০ টাকার কথাও বলা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে অভি ক্যানটিনমালিক ফাহিমকে কিল, ঘুষি এবং দাড়ি ধরে টান মারেন। দাড়ি ধরে টান মারলে দাড়ি ছিঁড়ে যায়। একই সঙ্গে ক্যানটিনের ম্যানেজার মো. মনিরকেও মারধর করেছিলেন অভি।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফাহিম। এ ঘটনায় অভিকে সাময়িক বহিষ্কার করল ঢাবি শাখা ছাত্রলীগ।
সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটিকে বলা হয়েছে।’
রডমিস্ত্রি ফরিদুল, লিটন ও রাব্বির বাড়ি একই জেলায়; লালমনিরহাটে। ফরিদুল (৪০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিননগর বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে, একই উপজেলার ইসলামনগর গ্রামের তবারক হোসেনের ছেলে রাব্বি (১৭) এবং জমগ্রাম এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে লিটন (৩৫)।
৭ মিনিট আগেখুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও ভল্ট ভেঙে নগদ ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরির ঘটনায় আশপাশের সিটিটিভির ফুটেজ দেখে চোরদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া তদন্তের স্বার্থে ওই ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরীসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিরা হলেন ইউনুস এবং তিন নিরাপত্তা...
২৮ মিনিট আগেকিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে পড়ে হাবিবা আক্তার নামে এক শিশু (৩) মারা গেছে। শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমগ্রাম আলিয়া মাদ্রাসাহাটিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা
১ ঘণ্টা আগে