আজকের পত্রিকা ডেস্ক
রাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ করেছেন পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি এবং কাঁচাবাজার দোকানমালিক সমিতির নেতারা।
লিখিত বক্তব্যে মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি শত বছরের পুরোনো বাজারের নাম হচ্ছে মৌলভীবাজার। এই বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে। আমরা যুগ যুগ ধরে বংশপরম্পরায় ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছি। মৌলভীবাজারের দোকানপাটগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে।’
আওয়ামী লীগ আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ৩১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শেখ মো. আলমগীরের নেতৃত্বে দলটির সন্ত্রাসীরা দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করত বলে দাবি করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত হই।’
মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে দিয়ে চকবাজার থানার যুবদলের আহ্বায়ক শাহ আলমকে খাস আদায়ের নামে চাঁদা আদায়ের অনুমতি দিয়েছে বলে জানতে পারি। এই বেআইনি কর্মকাণ্ডের জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর আবেদন করি এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সঙ্গে দেখা করে জানাই, বাজারটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ওপর গড়ে উঠেছে। সম্পত্তি–সংক্রান্ত সিএস-এসএ-আরএস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে।’
তিনি আরও বলেন, ‘বাজারটি সিটি করপোরেশনের মালিকানাধীন না হওয়া সত্ত্বেও স্থানীয় যুবদলের নেতা চকবাজার থানার আহ্বায়ক শাহ আলম (লাকি) সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে আমাদের দোকানদারদের কাছ থেকে খাস আদায়ের নামে বেআইনিভাবে চাঁদা আদায়ের জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ সময় মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন, সহসভাপতি রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজধানীর চকবাজার থানা যুবদলের আহ্বায়ক শাহ আলমের (লাকি) বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ করেছেন পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতি এবং কাঁচাবাজার দোকানমালিক সমিতির নেতারা।
লিখিত বক্তব্যে মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত একটি শত বছরের পুরোনো বাজারের নাম হচ্ছে মৌলভীবাজার। এই বাজারটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে। আমরা যুগ যুগ ধরে বংশপরম্পরায় ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছি। মৌলভীবাজারের দোকানপাটগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির ওপর গড়ে উঠেছে।’
আওয়ামী লীগ আমলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে ৩১ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর শেখ মো. আলমগীরের নেতৃত্বে দলটির সন্ত্রাসীরা দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করত বলে দাবি করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা দোকানদার সমিতি প্রতিবাদ করলে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলে আমরা মৌলভীবাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজ মুক্ত হই।’
মৎস্য দোকানদার সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবিকে দিয়ে চকবাজার থানার যুবদলের আহ্বায়ক শাহ আলমকে খাস আদায়ের নামে চাঁদা আদায়ের অনুমতি দিয়েছে বলে জানতে পারি। এই বেআইনি কর্মকাণ্ডের জন্য আমরা দোকানদার সমিতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের বরাবর আবেদন করি এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবির সঙ্গে দেখা করে জানাই, বাজারটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ওপর গড়ে উঠেছে। সম্পত্তি–সংক্রান্ত সিএস-এসএ-আরএস এবং ঢাকা সিটি জরিপ খতিয়ানে আমাদের মালিকদের নাম উল্লেখ করা আছে।’
তিনি আরও বলেন, ‘বাজারটি সিটি করপোরেশনের মালিকানাধীন না হওয়া সত্ত্বেও স্থানীয় যুবদলের নেতা চকবাজার থানার আহ্বায়ক শাহ আলম (লাকি) সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে আমাদের দোকানদারদের কাছ থেকে খাস আদায়ের নামে বেআইনিভাবে চাঁদা আদায়ের জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ সময় মৌলভীবাজার মৎস্য দোকানদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন, সহসভাপতি রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৩ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ ঘণ্টা আগে