Ajker Patrika

বনশ্রীতে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
বনশ্রীতে ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর রামপুরা বনশ্রীতে সাততলা বাড়ির ছাদ থেকে পড়ে রিজন খান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর রোডের একটি বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৩টার দিকে তিনি মারা যায়। 

রিজনের রুমমেট মো. সম্রাট খান রাজ জানায়, বনশ্রীর ওই বাসার সাত তলা বাসার সাতলায় ৬ জন মিলে মেস করে থাকে। রিজনের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানায়। তিনি জয়পুরহাটের একটি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ত। 

রাজ আরও জানায়, গত দুই বছর আগে থেকেই রিজন আমাদের মেসে থাকতে শুরু করে। মাঝখানে পরীক্ষার জন্য দেশে যায়। গত ডিসেম্বর আবার ঢাকায় আসে চাকরির জন্য। বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করছিল। আজ দুপুরে ছাদে কাপড় নেড়ে দিতে যায়। হঠাৎ নিচ থেকে খবর পাই রিজন ছাদ থেকে পড়ে গেছে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। 

রাজ জানায়, রিজন কয়েকদিন ধরে অসুস্থ ছিল। তিনি ইচ্ছাকৃতভাবে লাফিয়ে পড়েছে নাকি অসাবধানতা বসত পড়ে গেছে তা বলতে পারছি না। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা-পুলিশ তদন্ত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত