Ajker Patrika

জেএমবির দাওয়াহ শাখার প্রধান ওয়াহিদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২৩: ১৯
জেএমবির দাওয়াহ শাখার প্রধান ওয়াহিদুল গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। 

গতকাল বুধবার রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাতে অ্যান্টি টেররিজম ইউনিট মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান। 

এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, হাফেজ ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা মণ্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার আড়ালে জঙ্গিবাদে জড়িয়ে পাড়েন ওয়াহিদুল। পরে দিনাজপুর ও নীলফামারী এলাকার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। 

তিনি জানান, গত বছর ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে ওয়াহিদুলের কথা জানায়। 

মোহাম্মদ আসলাম জানান, গ্রেপ্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে থাকে। পরে একই বছর ১১ ডিসেম্বর অ্যান্টি টেরোরিজম ইউনিট নীলফামারীতে অভিযান চালিয়ে জেএমবির আরও তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন। এতে ওই এলাকার সক্রিয় সদস্যরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। 

তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করেন। গ্রেপ্তার হাফেজ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত