নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
গতকাল বুধবার রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাতে অ্যান্টি টেররিজম ইউনিট মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, হাফেজ ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা মণ্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার আড়ালে জঙ্গিবাদে জড়িয়ে পাড়েন ওয়াহিদুল। পরে দিনাজপুর ও নীলফামারী এলাকার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তিনি জানান, গত বছর ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে ওয়াহিদুলের কথা জানায়।
মোহাম্মদ আসলাম জানান, গ্রেপ্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে থাকে। পরে একই বছর ১১ ডিসেম্বর অ্যান্টি টেরোরিজম ইউনিট নীলফামারীতে অভিযান চালিয়ে জেএমবির আরও তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন। এতে ওই এলাকার সক্রিয় সদস্যরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করেন। গ্রেপ্তার হাফেজ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দিনাজপুর ও নীলফামারী জেলার দাওয়াহ শাখার অন্যতম প্রধান ওয়াহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
গতকাল বুধবার রাজধানীর গাবতলী আরিচা হাইওয়ের এসএস ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার রাতে অ্যান্টি টেররিজম ইউনিট মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, হাফেজ ওয়াহিদুল ইসলাম দিনাজপুরের খানসামা মণ্ডলের বাজার কুমুড়িয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। শিক্ষকতার আড়ালে জঙ্গিবাদে জড়িয়ে পাড়েন ওয়াহিদুল। পরে দিনাজপুর ও নীলফামারী এলাকার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তিনি জানান, গত বছর ৪ ডিসেম্বর নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পুলিশ হেফাজতে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে ওয়াহিদুলের কথা জানায়।
মোহাম্মদ আসলাম জানান, গ্রেপ্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি গোয়েন্দা দল নীলফামারী ও দিনাজপুর অঞ্চলের সক্রিয় জেএমবি সদস্যদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করতে থাকে। পরে একই বছর ১১ ডিসেম্বর অ্যান্টি টেরোরিজম ইউনিট নীলফামারীতে অভিযান চালিয়ে জেএমবির আরও তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেন। এতে ওই এলাকার সক্রিয় সদস্যরা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়।
তাঁর কাছ থেকে একটি মোবাইল ও দুইটি সিম কার্ড জব্দ করেন। গ্রেপ্তার হাফেজ ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১৮ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
৪০ মিনিট আগে