Ajker Patrika

ড্রাইভিং টেস্টের দিনই বায়োমেট্রিক নেবে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ড্রাইভিং টেস্টের দিনই বায়োমেট্রিক নেবে বিআরটিএ

ঢাকার তিনটি পরীক্ষা কেন্দ্রে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার দিনই বায়োমেট্রিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি(বিআরটিএ)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিআরটিএ’র ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে বিআরটিএ’র ঢাকা মেট্রো-১ জোয়াসাহারা, ২ ইকুরিয়া, ৩ উত্তরা দিয়াবাড়ি সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সুবিধার্থে ঢাকার এই তিন সার্কেলের প্রার্থীদের তাদের লার্নারে উল্লেখিত কাগজপত্রদিসহ নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টার মধ্যে উপস্থিত থাকতে হবে। এখন পর্যন্ত ঢাকার তিনটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ও বায়োমেট্রিক নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত