Ajker Patrika

গৃহকর্মী পিংকির বিরুদ্ধে পরীমণির পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা পরীমনি ও গৃহকর্মী পিংকি আক্তার। ফাইল ছবি
চিত্রনায়িকা পরীমনি ও গৃহকর্মী পিংকি আক্তার। ফাইল ছবি

এবার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করেন পরীমণি। বিচারক নুরে আলম বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মামলায় পরীমণি অভিযোগ করেছেন, পিংকি মিথ্যা অভিযোগ তুলে তাঁকে হেয় প্রতিপন্ন করেছেন। অনলাইনে কুৎসা রটনা করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকার মানহানির করেছেন। গৃহকর্মী পিংকিকে তিনি মারধর করেননি। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ সাজিয়ে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে কুৎসা রটনা করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, ১৭ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তাঁর গৃহকর্মী পিংকি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা এই মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা করার পর সাইবার নিরাপত্তা আইনে মামলা করলেন পরীমণি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত