Ajker Patrika

‘পরিবেশ সুরক্ষায় রাষ্ট্রকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘পরিবেশ সুরক্ষায় রাষ্ট্রকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে’

দেশের পরিবেশ সুরক্ষায় রাষ্ট্রকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। 

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ডিএসকের ৩৫ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডিএসকে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডা. দিবালোক সিংহ বলেন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পরিবর্তে বাংলাদেশের নদ-নদী, খাল, বিল, হাওর, বাওর সুরক্ষিত রাখার জন্য প্রকৃতি ভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বিগত কয়েক দশক ধরেই বাংলাদেশের পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় রাষ্ট্রকে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। পরিবেশ বিপর্যয়ে উন্নয়নে কৌশলে যত ধরনের নেতিবাচক প্রবণতা আছে সেগুলো বন্ধ করতে (থামাতে) হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা যেখানে অসমতা থাকবে না, কুসংস্কার থাকবে না, সমাজের কোনো জনগোষ্ঠী ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গভেদে বৈষম্যের শিকার হবে না, থাকবে না ক্ষুধা। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক মূল্যবোধ, সম্মান, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও বেসরকারি সংগঠনের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে। 

ডিএসকের সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিকেএসএফ চেয়ারম্যান, ড. এম খায়রুল হোসেন, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ওয়াটারএইড বাংলাদেশ দেশীয় পরিচালক হাসিন জাহান, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ প্রমুখ। 

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পাট বিজ্ঞানী অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। তিনি বলেন, ‘শুধু পুথিগত শিক্ষা নয় বরং কল্যাণমুখী এবং বাস্তবধর্মী শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে। ফলে শিক্ষার প্রকৃত মান উন্নয়ন হবে। তাই আমরা শুধু শিক্ষিত নয় বরং সুশিক্ষিত প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে তুলব।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সংসদ সদস্য আরমা দত্ত, বিআইডিএস’র মহাপরিচালক ড. বিনায়ক সেন, ডিএসকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, নারী নেত্রী অধ্যাপক মাহফুজা খানম, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত