Ajker Patrika

এমপি বাহারকে নিয়ে ইসির অসহায়ত্ব সরকারের সদিচ্ছার অভাব: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২২, ১৬: ৪৯
এমপি বাহারকে নিয়ে ইসির অসহায়ত্ব সরকারের সদিচ্ছার অভাব: গয়েশ্বর

কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্বের জন্য সরকারের সদিচ্ছাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর ভাষায়, ‘নির্বাচন কমিশনের অসহায়ত্ব নিয়ে দৌরাত্ম্য করবেন (এমপি বাহার), তার মানে হলো সরকারের অসদিচ্ছার বহিঃপ্রকাশ।’

রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আজ মঙ্গলবার এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। বিএনপি নেতা গৌতম চক্রবর্তী স্মরণে এই সভার আয়োজন করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার করায় সরকার দলের এমপি বাহারকে নিয়ে  রীতিমতো জেরবার ইসি। তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দিলেও ইসির সেই নির্দেশ কানে তোলেননি তিনি। এই অবস্থায় তাঁকে নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন ইসি।

কুসিক নির্বাচন-সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সরকার ভালো করে জানে। আর বাহার একজন সংসদ সদস্য, যিনি সরকারেরই অংশ। অপরাধমূলক কাজ থেকে বিরত রাখা সরকারের দায়িত্ব।’

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত