ঢামেক প্রতিবেদক
রাজধানীর চকবাজার এলাকায় আট তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। স্বজনদের দাবি, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে চকবাজার মৌলভীবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই যুবকের নাম—জীবন মিয়া (২০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামে মৃত জাকির হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবনের চাচা মো. জিয়া উদ্দিন বলেন, ‘বর্তমানে চকবাজার মৌলভীবাজার এলাকায় আমজাদ হোসেনের বাসায় ভাড়া থাকত জীবন। তিনি মৌলভীবাজারে একটি মনোহারী দোকানের কর্মচারী ছিল।’
নিহত জীবনের চাচা বলেন, ‘ওই বাসায় সাততলায় আমি ভাড়া থাকি। পাশাপাশি ফ্ল্যাটে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি থাকে। গত বুধবার বাসা থেকে লতিফের একটি মোবাইল চুরি হয়। লতিফ জীবনকে সন্দেহ করে। কিন্তু জীবন মোবাইল চুরি করে নাই বলে জানায়।
জিয়াউদ্দিন আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে লতিফ আমাকে ফোন দিয়ে জীবনের বিচার হবে বলে বাসায় আসতে বলে। রাত সাড়ে ১২টার দিকে আটতলার ছাদে উঠতেই নিচে চিৎকার শুনতে পাই। তখন ছাদে লতিফসহ আরও কয়েকজন ছিল। নিচে গিয়ে দেখি আমার ভাতিজা পড়ে আছে। তখন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘চকবাজার থেকে ওই যুবককে তাঁর স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছে, সে ছাদ থেকে পরে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
এ দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন আজকের পত্রিকা বলেন, ‘গতরাতে মৌলভীবাজার এলাকায় এক যুবক ছাদ থেকে পড়ে মারা গেছে। তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ছিল। তবে ওই যুবক লাফিয়ে আত্মহত্যা করেছে, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
রাজধানীর চকবাজার এলাকায় আট তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। স্বজনদের দাবি, তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত সাড়ে ১২টার দিকে চকবাজার মৌলভীবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ওই যুবকের নাম—জীবন মিয়া (২০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামে মৃত জাকির হোসেনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জীবনের চাচা মো. জিয়া উদ্দিন বলেন, ‘বর্তমানে চকবাজার মৌলভীবাজার এলাকায় আমজাদ হোসেনের বাসায় ভাড়া থাকত জীবন। তিনি মৌলভীবাজারে একটি মনোহারী দোকানের কর্মচারী ছিল।’
নিহত জীবনের চাচা বলেন, ‘ওই বাসায় সাততলায় আমি ভাড়া থাকি। পাশাপাশি ফ্ল্যাটে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি থাকে। গত বুধবার বাসা থেকে লতিফের একটি মোবাইল চুরি হয়। লতিফ জীবনকে সন্দেহ করে। কিন্তু জীবন মোবাইল চুরি করে নাই বলে জানায়।
জিয়াউদ্দিন আরও বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে লতিফ আমাকে ফোন দিয়ে জীবনের বিচার হবে বলে বাসায় আসতে বলে। রাত সাড়ে ১২টার দিকে আটতলার ছাদে উঠতেই নিচে চিৎকার শুনতে পাই। তখন ছাদে লতিফসহ আরও কয়েকজন ছিল। নিচে গিয়ে দেখি আমার ভাতিজা পড়ে আছে। তখন দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘চকবাজার থেকে ওই যুবককে তাঁর স্বজনেরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছে, সে ছাদ থেকে পরে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
এ দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন আজকের পত্রিকা বলেন, ‘গতরাতে মৌলভীবাজার এলাকায় এক যুবক ছাদ থেকে পড়ে মারা গেছে। তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ছিল। তবে ওই যুবক লাফিয়ে আত্মহত্যা করেছে, নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
সোহাগ হোসেন পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন এবং তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে দুজনে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মোড় থেকে মোটরসাইকেলযোগে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথে পৌরসভার সামনে বিরমপুর থেকে...
৮ মিনিট আগেশুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলেন তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত...
১২ মিনিট আগেরাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
১ ঘণ্টা আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
১ ঘণ্টা আগে