Ajker Patrika

সরকারি জমিতে নির্মিত দোকানঘর উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমি থেকে দোকানঘর উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমি থেকে দোকানঘর উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে বালিগ্রাম এলাকায় ভাঙ্গা ব্রিজ-সংলগ্ন সড়কের পাশ থেকে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের পাশের সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর, আফজাল তালুকদারসহ কয়েকজন প্রায় ১০টি দোকান নির্মাণ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ও ডাসার থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল, কাওসার, মোসলেমসহ একাধিক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় তাঁরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে তোলা ১০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত