অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন। রাত ১১টা ১০ মিনিটে তিনি উড়োজাহাজে ওঠেন।
বিমানবন্দরে উপস্থিত নেতারা উড়োজাহাজের সামনে থেকে খালেদা জিয়াকে বিদায় জানান।
এর আগে আজ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।
রাত সোয়া ৮টায় গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন। লন্ডনে পৌঁছেই খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন।
ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তাঁর বাসভবন ও আশপাশে বিএনপি, এর অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে সন্ধ্যায় গুলশানে ফিরোজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যান। ৬টার দিকে একটি গাড়িতে করে বিএনপির চেয়ারপারসনের একটি লাগেজ বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, এপিবিএন, আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিমানবন্দরের পুরো এলাকায় অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের চলাচলের বেশ কিছু জায়গায় তাদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে উঠেছেন। রাত ১১টা ১০ মিনিটে তিনি উড়োজাহাজে ওঠেন।
বিমানবন্দরে উপস্থিত নেতারা উড়োজাহাজের সামনে থেকে খালেদা জিয়াকে বিদায় জানান।
এর আগে আজ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি।
রাত সোয়া ৮টায় গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন। লন্ডনে পৌঁছেই খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন।
ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তাঁর বাসভবন ও আশপাশে বিএনপি, এর অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে সন্ধ্যায় গুলশানে ফিরোজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যান। ৬টার দিকে একটি গাড়িতে করে বিএনপির চেয়ারপারসনের একটি লাগেজ বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, এপিবিএন, আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিমানবন্দরের পুরো এলাকায় অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের চলাচলের বেশ কিছু জায়গায় তাদের বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
আসন্ন বুদ্ধ পূর্ণিমা-২০২৫ উদ্যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১ মিনিট আগেমৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার অনুপ্রবেশের দায়ে ৭৩ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৫৫-৫৮ জন
৯ মিনিট আগেসাগরপথে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৭৪২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। এই বিপুল সার মিয়ানমারের রাখাইনে পাচারের চেষ্টা করছিলেন পাচারকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
১২ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।’ আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের
১৮ মিনিট আগে