নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।
বাংলাদেশ বিমানের পাইলট নিয়োগে অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৯ মার্চের মধ্যে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষে এই বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি জে বিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ১৯ মার্চের মধ্যে জানাতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চুক্তিভিত্তিক পাইলট নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি করে দিয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।
বিমানের ১৪ জন পাইলট নিয়োগে অনিয়মের বিষয়ে গত বছরের মার্চে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করলে তদন্ত করতে কমিটি করে দেন হাইকোর্ট।
২০২১ সালের ২৩ নভেম্বর দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত বছরের শুরুর দিকে এসব পাইলটকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ জানিয়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের সংগঠন–বাপা। তখন এ আপত্তি আমলে নেয়নি বিমান। এমনকি নিয়োগ পাওয়াদের প্রশিক্ষণও দেওয়া শুরু করা হয়।
দিনাজপুরের বিরামপুরে সড়কে যাত্রীর জন্য অপেক্ষা করার সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান (৫০) নামের এক ইজিবাইকচালক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা
২৬ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট কাজ করছে।
৩১ মিনিট আগেপাবনা শহরের শালগাড়িয়া গোরস্থানপাড়ায় ডোবা থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
৪৪ মিনিট আগেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি নূর মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ অননুমোদিত জায়গায় কয়লা তোলার কারণে পাথরাপাড়া গ্রামের বসতভিটা, আবাদি জমি ও রাস্তাঘাট দেবে যাচ্ছে।
১ ঘণ্টা আগে