কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলের হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার বিকেলে পৌরসভার খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তৌহিদুল ইসলাম রিমন (৩২)। তিনি ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসেলেহ উদ্দিন মাস্টারের ছেলে। তাঁর নামে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে রিমন ব্যাটারিচালিত অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় এলে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে তারা রিমনকে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে পাশের কুমারটেক তালতলা এলাকায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
নিহতের বাবা সাইদুল ইসলাম বলেন, ‘রোববার বিকেলের দিকে আমার ছেলে অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় গেলে আব্দুস সাত্তার, আলামিন, আলী হোসেন ও মাসুদের নেতৃত্বে আগে থেকেই ওত পাতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা করে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে তাকে টেনে পাশের কুমারটেক নিয়ে যায়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা ফেলে রেখে চলে যায়।’
সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দায়ের করেননি, তবে প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জের ঢাকা-২৩ আসনের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩২) বুকে গুলি করে হত্যা করে তৌহিদুল ইসলাম রিমন। ওই ঘটনায় নিহতদের বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে রিমনকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি তৌহিদুল ইসলাম রিমন হত্যায় অভিযুক্ত আব্দুস সাত্তার।
গাজীপুরের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলের হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল রোববার বিকেলে পৌরসভার খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম তৌহিদুল ইসলাম রিমন (৩২)। তিনি ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসেলেহ উদ্দিন মাস্টারের ছেলে। তাঁর নামে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববার বিকেলে রিমন ব্যাটারিচালিত অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় এলে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। পরে তারা রিমনকে টেনে-হিঁচড়ে অটোরিকশায় তুলে পাশের কুমারটেক তালতলা এলাকায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
নিহতের বাবা সাইদুল ইসলাম বলেন, ‘রোববার বিকেলের দিকে আমার ছেলে অটোরিকশায় করে খঞ্জনা এলাকায় গেলে আব্দুস সাত্তার, আলামিন, আলী হোসেন ও মাসুদের নেতৃত্বে আগে থেকেই ওত পাতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা করে। দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। পরে তাকে টেনে পাশের কুমারটেক নিয়ে যায়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা ফেলে রেখে চলে যায়।’
সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দায়ের করেননি, তবে প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জের ঢাকা-২৩ আসনের সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩২) বুকে গুলি করে হত্যা করে তৌহিদুল ইসলাম রিমন। ওই ঘটনায় নিহতদের বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে রিমনকে প্রধান করে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৫ নম্বর আসামি তৌহিদুল ইসলাম রিমন হত্যায় অভিযুক্ত আব্দুস সাত্তার।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
২০ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
২৫ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৭ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে