Ajker Patrika

শিগগির দেশ আবার ঘুরে দাঁড়াবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০৫
Thumbnail image

করোনা মোকাবিলাসহ জিডিপির প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ সাহসী ভূমিকা রেখেছে। তাই চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে শিগগির আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ‘তবে বর্তমানে দেশের অনেক পরিবর্তন হয়েছে। একটা স্থাপনা তৈরির মাধ্যমে দেশের অনেক ট্রান্সফরমেশন হয়েছে। আরেকটি ট্রান্সফরমেশন হচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হয়ে। সমসাময়িক পুরো বিশ্বে যে সংকট দেখা দিয়েছে, সরকার সেই সংকটের খুব দ্রুতই উত্তরণ ঘটাতে পারবে।’ 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘যে যেই আদর্শের থাকুক না কেন, আমাদের বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শ বুকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে দেশের উন্নয়ন পিছিয়ে দেওয়া হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছিল সে সময় দেশকে পিছিয়ে রাখার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি সুন্দর ও সমৃদ্ধিশালী সোনার বাংলা উপহার দিতে চাই, তাহলে তাদের জন্য হলেও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ টোয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত