Ajker Patrika

৫ তলার চুলা থেকে আগুনের সূত্রপাত, ফ্লোরজুড়ে জুতা ও চামড়ার পণ্য

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮: ১৯
হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন। ছবি: আজকের পত্রিকা
হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হাজারীবাগ ট্যানারি এলাকার কাঁচাবাজারের পাশে ফনেক্স নামের আটতলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে পাঁচতলায় এক চুলা থেকে। পাঁচতলায় পুরোটা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতা, চামড়ার পণ্য ও কাঁচামাল। ফলে মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর ভবন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেন সেখানকার কর্মীরা। আজ শুক্রবার দুপুরের দিকে এই ভবনটিতে আগুন লাগে। পরে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আসাদ নামের একজন আজকের পত্রিকা বলেন, তিন বছর ধরে সেখানে কাজ করেন তিনি। প্রত্যেক তলাতেই অনেক মানুষ থাকে এবং কাজ করে। শুক্রবার জন্য সেখানে মানুষ তুলনামূলক কম ছিল। পাঁচতলায় আগুন ছড়িয়ে পড়ার পরপরই তিনিসহ অন্যরা দৌড়ে নেমে আসেন।

ফায়ার সার্ভিস বলছে, বেলা ২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস টিম। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণের দিকে। তবে পাঁচতলার আগুন ছয়তলাতেও ছড়িয়ে পড়েছে। সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে।

মালেক শিকদার নামে ওই ভবনের এক ব্যবসায়ী বলেন, দুপুরে নামাজ পড়ে এসে তিনি আগুনের খবর পান। দৌড়ে এসে দেখেন পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলছে। সেখানে এক কক্ষে তাঁর ১৫ লাখ টাকার চামড়া ছিল।

মালেক শিকদার অভিযোগ, এক ভবনে ১০০ ব্যবসায়ী কাজ করায় এই ঘটনাগুলো বারবার ঘটে। এর আগেও চারতলায় আগুন লেগেছিল।

এদিকে বিবিজি সদর দপ্তর থেকে বলছে, অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না হয়, সে জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইভাবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত