Ajker Patrika

ঢাকার প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না: ডিএমপি 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকার প্রধান প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে না বলে ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। আজ রোববার দুপুরে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার এই ঘোষণা দেন। 

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার বিষয়ে একটি গাইডলাইন দিয়েছেন। সেটা নিয়ে কেউ কেউ বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমরা তাঁদের পরিস্কার জানিয়ে দিতে চাই, ব্যাটারিচালিত অটোরিকশা আগের মতোই চলবে, তবে আগের মতোই এলাকার ছোট রাস্তায়। কোনোভাবেই রাজধানীর প্রধান প্রধান সড়ক, এলিভেটেড এক্সপ্রেস, ফ্লাইওভার ও ওভারপাসে উঠতে দেওয়া হবে না। যদি কেউ এই নির্দেশনা অমাণ্য করে তাহলে ট্রাফিক আইন অনুযায়ী যা যা ব্যবস্থা গ্রহণ করা যায়, তাই করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে তাঁদের ব্যাটারিচালিত রিকশা চালানোর একটি নির্দেশনা দিয়েছে। তবে তাদের সারাদিনের পরিশ্রমের সেই আয়ে যদি কেউ ভাগ বসায়, চাঁদাবাজি করে তাহলে তিনি যেই হন, তাঁর পরিচয় যাই হোক না কেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত