Ajker Patrika

শর্ত সাপেক্ষে ছাড়া হলো ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শর্ত সাপেক্ষে ছাড়া হলো ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীকে

গণপরিবহনে হাফপাশের দাবিতে চলমান আন্দোলনে সংঘর্ষের জেরে তুলে নেওয়া ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রায়হান উদ্দিন মাহিকে পুলিশ ও ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় ধানমন্ডি আইডিয়াল কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ডিএমপির রমনা জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের বিপরীতে পেট্রলপাম্পের সামনে থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মাহিকে মারধর করে ধরে নিয়ে যায়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের শেষে ধানমন্ডি আইডিয়ালের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে তাঁর মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর করে সেই শিক্ষার্থীর মোবাইল ফোন নিয়ে যায় তারা। এ ঘটনার প্রেক্ষিতে মাহিকে মারধর করে ঢাকা কলেজে ধরে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

জানা গেছে, ঢাকা কলেজের আহত ছাত্রের চিকিৎসার সকল ব্যয় ভার, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের যাবতীয় মেরামত, নতুন একটি মোবাইল ফোন কিনে দেওয়া এবং ঘটনার সঙ্গে জড়িত আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বহিষ্কারের শর্তে মাহিকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন ঢাকা কলেজের সামনে এসে আর কোন আন্দোলন কর্মসূচি না করে তারও নিশ্চয়তা দাবি করা হয়েছে। 

প্রায় ৫ ঘণ্টা আটকে রাখার পর পুলিশ, ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষের বৈঠকে সমঝোতা হয়। এ সময় ধানমন্ডি আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। বৈঠকে পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানার ওসি (অপারেশন) ডাবলু ও কলাবাগান থানার ওসি (অপারেশন) আবু জাফর। ঢাকা কলেজের পক্ষে ছিলেন ঢাকা কলেজ ছাত্রাবাস কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আরও ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ টি এম মঈনুল হোসেন, ধানমন্ডি আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মজিবুর রহমান ও ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. কুদ্দুস শিকদার।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত