Ajker Patrika

রাজধানীর কদমতলীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার   

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলার জেল পলাতক আসামি সাজেদুলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শুক্রবার ডিএমপির কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্তে নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ১০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি মো. সাজেদুল ইসলামসহ ৩ জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসামি মো. সাজেদুল ইসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তি জেল থেকে পলায়নপূর্বক আত্মগোপন করেন। 

গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত