Ajker Patrika

২ ঘণ্টার চেষ্টায় মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২: ৩১
২ ঘণ্টার চেষ্টায় মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান আজকের পত্রিকাকে আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলছে। 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরাফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন জানান, আধাপাকা টিনের ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে অনেক পরিবারই ঘর থেকে তাদের মালামাল বের করতে পারেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরুপণ করা যায়নি। 

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৬টার পর আগুনে খবর পায় তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন। পরে তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

তেজগাঁও ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘সকাল ৬টা ৪৮ মিনিটে আমরা মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার খবর পাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত