Ajker Patrika

সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২: ০৬
সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের এক দিন পর মো. নেকবর হোসেন (২২) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের একটি ইটভাটার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. নেকবর হোসেন বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে। 

বালুচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. ওয়াসিম আহমেদ বলেন, গতকাল রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ সকালে গ্রামের একটি ইটভাটার কাছে লাশ পাওয়া যায়। 

সিরাজদিখান ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা ধারণা করছি শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ আছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত