Ajker Patrika

২৮ অক্টোবরের সহিংসতা: কৃত্রিম খুলি নিয়ে দেশে ফিরলেন পুলিশ সদস্য রাজ্জাক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
২৮ অক্টোবরের সহিংসতা: কৃত্রিম খুলি নিয়ে দেশে ফিরলেন পুলিশ সদস্য রাজ্জাক

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক। ভারতে চিকিৎসা শেষে কৃত্রিম খুলি নিয়ে তিনি আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। 

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ভারতের নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত নায়েক আব্দুর রাজ্জাক নয়াদিল্লি থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। বর্তমানে তাঁর মাথায় কৃত্রিম খুলি রয়েছে।’ 

এডিসি তৌহিদুল ইসলাম আরও বলেন, ‘নায়েক রাজ্জাকের সঙ্গে চিকিৎসকেরাও রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, বিমানে আসার সময় দুইবার বমি করেছেন। দুই মাস পর হঠাৎ বাইরে বের হওয়ার কারণে এমনটা হতে পারে বলে ধারণা চিকিৎসকদের।’ 

তিনি বলেন, ‘রাজ্জাকের সঙ্গে আমরা কথা বলেছি। সে আমাদের সঙ্গে রেসপন্স করেছে। বিমানবন্দর থেকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তাঁর চিকিৎসা সেখানেই চলবে।’ 

এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ নভেম্বর দিল্লির অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। 

৫৫ বছর বয়সী পুলিশ সদস্য আব্দুর রাজ্জাক ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত