Ajker Patrika

মুন্সিগঞ্জে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে অটোরিকশা-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

মুন্সিগঞ্জে নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের নুরাইতলী এলাকার একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আজিজুল ব্যাপারী (৫৫) লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকার আলী হোসেন ব্যাপারীর ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন—মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মফিজুর রহমান, তাঁর বোন রাবেয়া বেগম ও মা আনোয়ারা বেগম। তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন। মাওয়া এলাকা থেকে তারা সদরের বাসায় ফিরছিলেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এম এ কালাম জানান, সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর এক পা ভেঙে গেছে ও মুখের নিচে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার এসআই কাজল দাস বলেন, ‘জাতীয় হেল্পলাইন নম্বর ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করেছে। পরে নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেওয়া হয়। নিহতের মরদেহ বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নসিমনচালক পলাতক রয়েছে। পরিবারের অভিযোগ পেলে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত