নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’
হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’
তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।
রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান।
গতকাল রোববার কেরানীগঞ্জ থেকে নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও আকাশের প্রথম স্ত্রী মালা সাহাকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উপপুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, ‘ভরণপোষণ না পেয়ে ক্ষোভ থেকে স্বামীর দ্বিতীয় স্ত্রী রোজিনাকে খুন করেন প্রথম স্ত্রী মালা সাহা। এ ছাড়া আকাশ আগে হিন্দুধর্মাবলম্বী ছিলেন, তখন তাঁর নাম ছিল রঞ্জিত সাহা। নিহত রোজিনাকে বিয়ের জন্য আকাশ ধর্মান্তরিত হন এবং আগের বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রী মালার সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না আকাশ। সব মিলিয়ে ক্ষোভ থেকে ভাঙা আয়নার কাচের টুকরা দিয়ে সতিন রোজিনাকে কুপিয়ে হত্যা করেন মালা।’
হত্যাকাণ্ডের আগে বোরকা পরে ছদ্মবেশ নিয়ে ঘটনাস্থলে আসেন মালা। তারপর আয়নার ভাঙা কাচের টুকরা দিয়ে রোজিনাকে কুপিয়ে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার আগের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো।’
তিনি বলেন, রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান আছে। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন।
এরই ধারাবাহিকতায় ৯ ফেব্রুয়ারি দুপুরে নিহতের স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তাঁর প্রথম স্ত্রী মালা সাহা মিলে কাচের টুকরা দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানান তিনি। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আব্দুর রহিম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
১৯ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
৪১ মিনিট আগে