Ajker Patrika

বঙ্গবন্ধু সেতুতে সকালে যানজট থাকলেও বিকেলে স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২৪, ১৭: ৫৮
Thumbnail image

বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা সড়কে ঢাকাগামী গাড়ির চাপ কমেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল ২৯ কিলোমিটারের আঞ্চলিক সড়ক এখন অনেকটাই ফাঁকা রয়েছে। 

আজ শুক্রবার বেলা ৩টার পর থেকে ফাঁকা হয়ে যায় সেতু পূর্ব-ভূঞাপুর-টাঙ্গাইল সড়ক। 

এর আগে ঢাকাগামী যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। প্রায় তিন ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। এখন ধীরগতি বা যানজট নেই আঞ্চলিক ওই সড়কে। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, টাঙ্গাইলের মহাসড়ক বা আঞ্চলিক সড়কের কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহনগুলো। তবে সন্ধ্যার পর আবার মহাসড়কে চাপ বাড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত