Ajker Patrika

শ্রীপুরে কাঁঠাল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

শ্রীপুরে কাঁঠাল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

গাজীপুরের শ্রীপুরে মুন্নি বেগম (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত গৃহবধূ মুন্নি বেগম শেরপুর জেলার নকল উপজেলার চরকুইয়া গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী। তাঁর স্বামী শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে ভাড়া থেকে কারখানায় শ্রমিকের কাজ করেন। 

স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, বিভিন্ন সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গতকাল রাতেও তাঁদের ঝগড়া হয়। সানোয়ার মুন্নিকে মারধর করে। ধারণা করা হচ্ছে মারধরের কারণে মুন্নী ঘরের বাইরে গিয়ে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আত্মহত্যা করেন। 

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ্ বলেন, আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত