নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরোনো পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এ দিন চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি হামলায় সাত আটজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
তবে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন। আজকের পত্রিকাকে উৎপল বড়ুয়া বলেন, ‘সকাল থেকে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা ছিলেন। বিকেল নাগাদ তাঁরা চলে যান। তাদের ওপর কোনো হামলা হয়নি। কেউ আহত হওয়ার বিষয়টিও সঠিক নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, ‘প্রথম দুদিন আমাদের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেয়নি। কিন্তু আজ পিএসসি চেয়ারম্যান পুলিশ ডেকে এনে আমাদের ওপরে হামলা করান। আমাদের সাত আটজনের মতো আন্দোলনকারী আহত হয়েছেন। তারপরেও আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
গত রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা। প্রথম দুদিনের মতো মঙ্গলবারেও অফিসে প্রবেশ করতে এবং বের হতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন পিএসসি চেয়ারম্যান।
এদিকে, নন-ক্যাডার প্রার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণ করতে হবে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।
পুরোনো পদ্ধতিতে নন-ক্যাডার নিয়োগসহ ছয় দফা দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন কর্মসূচি পালন করেছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চাকরিপ্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে তৃতীয় দিনের কর্মসূচি শুরু হয়। এ দিন চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি হামলায় সাত আটজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আহতদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
তবে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন। আজকের পত্রিকাকে উৎপল বড়ুয়া বলেন, ‘সকাল থেকে পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা ছিলেন। বিকেল নাগাদ তাঁরা চলে যান। তাদের ওপর কোনো হামলা হয়নি। কেউ আহত হওয়ার বিষয়টিও সঠিক নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, ‘প্রথম দুদিন আমাদের আন্দোলনে পুলিশ কোনো বাধা দেয়নি। কিন্তু আজ পিএসসি চেয়ারম্যান পুলিশ ডেকে এনে আমাদের ওপরে হামলা করান। আমাদের সাত আটজনের মতো আন্দোলনকারী আহত হয়েছেন। তারপরেও আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
গত রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীরা। প্রথম দুদিনের মতো মঙ্গলবারেও অফিসে প্রবেশ করতে এবং বের হতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেন পিএসসি চেয়ারম্যান।
এদিকে, নন-ক্যাডার প্রার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞাপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণ করতে হবে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে সুপারিশ করতে হবে, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি চলতি বছরের ২৯ মার্চ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।
ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
৩ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ না করলে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা।
৬ মিনিট আগেকাকে কখন কুপিয়ে রক্তাক্ত করবেন, তা আগেই ফেসবুক লাইভে এসে জানিয়ে দিতেন ওয়াহিদুজ্জামান তানভীর নামে এক যুবক। শুধু জানান দিয়েই নীরব থাকেননি, এ পর্যন্ত সাত-আটজনকে কুপিয়ে পঙ্গু করার মতো ঘটনা ঘটিয়েছেন তিনি। তানভীরের ভয়ে দিনের পর দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া, চণ্ডীপাশা ও রসুলপুর
১৩ মিনিট আগেভোলার লালমোহন উপজেলায় গাছের ডাল ভেঙে পড়ে মো. কবির হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ ঘটনা ঘটে। কবির হোসেন ওই গ্রামের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।
১৭ মিনিট আগে