কুমিল্লা প্রতিনিধি
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় কুমিল্লায় পৌঁছেছে। ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দল ও সংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী।
সন্ধায় রোডমার্চ কুমিল্লা টাউন হল মাঠে পৌঁছায়। রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে শুরু হয় সমাবেশ। সেখানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
প্রিন্স বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। রাখাইনে করিডর ও সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পথসভা শেষে ফেনীতে গিয়ে তাঁরা রাতযাপন করবেন। শনিবার ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে চূড়ান্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, মোশরেফা মিশু, বজলুর রশিদ ফিরোজ, নাসির উদ্দিন নসু, মাসুদ রানা, শহিদুল ইসলাম, মাসুদ খানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। সংহতি জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনু মুহাম্মদও।
এ কর্মসূচিতে ছাত্র ও যুবসংগঠনের সদস্যদেরও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় কুমিল্লায় পৌঁছেছে। ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দল ও সংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী।
সন্ধায় রোডমার্চ কুমিল্লা টাউন হল মাঠে পৌঁছায়। রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে শুরু হয় সমাবেশ। সেখানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
প্রিন্স বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। রাখাইনে করিডর ও সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পথসভা শেষে ফেনীতে গিয়ে তাঁরা রাতযাপন করবেন। শনিবার ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে চূড়ান্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, মোশরেফা মিশু, বজলুর রশিদ ফিরোজ, নাসির উদ্দিন নসু, মাসুদ রানা, শহিদুল ইসলাম, মাসুদ খানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। সংহতি জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনু মুহাম্মদও।
এ কর্মসূচিতে ছাত্র ও যুবসংগঠনের সদস্যদেরও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৮ ঘণ্টা আগে