মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে। নদী থেকে পানি উপচে আধা পাকা আউশ ধান তলিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক পর মাঠ থেকে এসব ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল কৃষকদের। চোখের সামনে কষ্টের ধান তলিয়ে যাওয়ায় কাঁদছেন অনেক কৃষক।
অনেকেই আবার পানির নিচ থেকে আধা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। তবে এরই মধ্যে বেশির ভাগ ধান পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বেশ কিছু মাঠে আউশ ধান আধা পাকা অবস্থায় বন্যার পানিতে তলিয়ে গেছে। ওই মাঠগুলোতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু পানি। এসব মাঠে স্থানীয় কৃষকেরা আউশ ধানের পাশাপাশি খালি জমিতে সপ্তাহখানেক আগে নতুন করে আবাদ করেছিলেন রোপা আমন ধান। এখন উপজেলার সব মাঠে আধা পাকা আউশ ও নতুন আবাদ করা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। আবার কোনো কোনো মাঠে কৃষকেরা পরিবারের অন্য সদস্যদের নিয়ে পানির নিচ থেকে আধা পাকা ধান কেটে বাড়িতে আনছেন।
উপজেলার দীর্ঘভূমি গ্রামের কৃষক কাজল সরকার বলেন, ৩০ শতক জমিতে আউশ ধানের আবাদ করেছিলেন। পরিশ্রমে ফলানো সেই ধান কয়েক দিন পর ঘরে তোলার কথা থাকলেও বন্যায় তা তলিয়ে গেছে। তাই কোমরপানিতে নেমে আধা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন।
কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘আমার স্বপ্নের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। স্ত্রী-সন্তানদের নিয়ে কী খেয়ে বাঁচব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
কৃষক ছালে আহমেদ বলেন, ‘কষ্টে ফলানো ধান এভাবে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেখে কষ্ট সইতে পারছি না। কামলা না পেয়ে নিজেই ধান কাটতে পানিতে নেমে গেছি। যেভাবে দিনে দিনে পানি বাড়ছে, আল্লাহই ভালো জানেন, কতটুকু ধান ঘরে তুলতে পারি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, সম্প্রতি বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই হাজার হেক্টর জমির আউশ ধান তলিয়ে গেছে। এ ছাড়া রোপা আমনের ১৬০ হেক্টর বীজতলা ও আবাদ করা আমন ১ হাজার ২০০ হেক্টর এবং ২০০ হেক্টর জমির শাকসবজি নিমজ্জিত হয়ে গেছে। তিনি বলেন, এখনো যেসব জমির ধান কাটা সম্ভব, সেগুলো কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নদীভাঙন দেখা দিয়েছে। নদী থেকে পানি উপচে আধা পাকা আউশ ধান তলিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক পর মাঠ থেকে এসব ধান ঘরে তোলার প্রস্তুতি ছিল কৃষকদের। চোখের সামনে কষ্টের ধান তলিয়ে যাওয়ায় কাঁদছেন অনেক কৃষক।
অনেকেই আবার পানির নিচ থেকে আধা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন। তবে এরই মধ্যে বেশির ভাগ ধান পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার বেশ কিছু মাঠে আউশ ধান আধা পাকা অবস্থায় বন্যার পানিতে তলিয়ে গেছে। ওই মাঠগুলোতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু পানি। এসব মাঠে স্থানীয় কৃষকেরা আউশ ধানের পাশাপাশি খালি জমিতে সপ্তাহখানেক আগে নতুন করে আবাদ করেছিলেন রোপা আমন ধান। এখন উপজেলার সব মাঠে আধা পাকা আউশ ও নতুন আবাদ করা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। আবার কোনো কোনো মাঠে কৃষকেরা পরিবারের অন্য সদস্যদের নিয়ে পানির নিচ থেকে আধা পাকা ধান কেটে বাড়িতে আনছেন।
উপজেলার দীর্ঘভূমি গ্রামের কৃষক কাজল সরকার বলেন, ৩০ শতক জমিতে আউশ ধানের আবাদ করেছিলেন। পরিশ্রমে ফলানো সেই ধান কয়েক দিন পর ঘরে তোলার কথা থাকলেও বন্যায় তা তলিয়ে গেছে। তাই কোমরপানিতে নেমে আধা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন।
কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘আমার স্বপ্নের ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। স্ত্রী-সন্তানদের নিয়ে কী খেয়ে বাঁচব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
কৃষক ছালে আহমেদ বলেন, ‘কষ্টে ফলানো ধান এভাবে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে দেখে কষ্ট সইতে পারছি না। কামলা না পেয়ে নিজেই ধান কাটতে পানিতে নেমে গেছি। যেভাবে দিনে দিনে পানি বাড়ছে, আল্লাহই ভালো জানেন, কতটুকু ধান ঘরে তুলতে পারি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, সম্প্রতি বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই হাজার হেক্টর জমির আউশ ধান তলিয়ে গেছে। এ ছাড়া রোপা আমনের ১৬০ হেক্টর বীজতলা ও আবাদ করা আমন ১ হাজার ২০০ হেক্টর এবং ২০০ হেক্টর জমির শাকসবজি নিমজ্জিত হয়ে গেছে। তিনি বলেন, এখনো যেসব জমির ধান কাটা সম্ভব, সেগুলো কেটে ঘরে তোলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
১ ঘণ্টা আগেরাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। তারপরও যদি প্রয়োজন হয়, আহ্বান করলে সেনাবাহিনীও আসবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ‘দেওয়ান প্লাজা’ নামের ওই ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এই অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরহাদ উদ্দিনের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর...
২ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর গ্রামে মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ আব্দুল হক ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
২ ঘণ্টা আগে