Ajker Patrika

আবার আদালতে সেই ইকবাল হোসেন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৫: ৩৫
আবার আদালতে সেই ইকবাল হোসেন

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে আজ শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিটে আদালতে তোলা হয়েছে। মুখ্য বিচারিক হাকিম ফারহানা সুলতানার আদালতে তাদের তোলা হয়। 

গত শনিবার কুমিল্লা মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হয়েছিল ইকবালকে। সে সময় পুলিশের পক্ষ থেকে তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে সহিংসতা ছড়ানোর দায়ে অভিযুক্ত সেই ইকবাল হোসেনকে আজ আবার আদলতে নিয়ে যাওয়া হয়এদিকে কোতোয়ালী থানায় দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চাইবে সিআইডি। 

গত ১৩ অক্টোবর নানুয়া দীঘিপাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...