কুমিল্লা প্রতিনিধি
ফেসবুকে পরিচয় এরপর প্রেম। প্রেমিকের ডাকে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রেমিকের মায়ের বকুনি খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তরুণী। এ ঘটনায় তাঁর প্রেমিকের যোগসাজশে রয়েছে এমন অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার ভিত্তিতে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল মান্নান।
এসপি বলেন, ‘এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী তরুণী বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় কথিত প্রেমিক আমান রাফিসহ চারজনকে আসামি করা হয়। আসামিদের বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’
গ্রেপ্তারকৃতরা হলেন—বরুড়ার শাকপুর এলাকার খন্দকার বাড়ির জিন্নাত আলীর ছেলে মো. শামিম (২৩), একই এলাকার নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩৫) ও কাশেম মিয়ার ছেলে মো. রুবেল (২৭)।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বরুড়া উপজেলার শাকপুর গ্রামের আমান রাফির (২১) সঙ্গে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর (১৯) পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ এপ্রিল মঙ্গলবার রাফি ওই তরুণীকে তাদের বাড়িতে ডেকে নেয়। ওই তরুণী বাড়িতে গেলে রাফির মা রাতে তাঁকে গালমন্দ বাসা থেকে বের করে দেন। পরে ওই তরুণী সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির পথে রওনা দেয়। পথে কথিত প্রেমিক রাফির যোগসাজশে শাকপুর ইঞ্জিনিয়ার গেট থেকে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক উঠিয়ে নেয়। পরে ওই তরুণীকে শাকপুর পুরান বাজার শাহজাহানের নির্জন বাগানবাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘ভোরে অভিযান চালিয়ে শাকপুরের বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামে থানায় আগেরও একটি মামলা রয়েছে।’
ফেসবুকে পরিচয় এরপর প্রেম। প্রেমিকের ডাকে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রেমিকের মায়ের বকুনি খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তরুণী। এ ঘটনায় তাঁর প্রেমিকের যোগসাজশে রয়েছে এমন অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার ভিত্তিতে কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল মান্নান।
এসপি বলেন, ‘এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী তরুণী বরুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় কথিত প্রেমিক আমান রাফিসহ চারজনকে আসামি করা হয়। আসামিদের বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’
গ্রেপ্তারকৃতরা হলেন—বরুড়ার শাকপুর এলাকার খন্দকার বাড়ির জিন্নাত আলীর ছেলে মো. শামিম (২৩), একই এলাকার নূরুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩৫) ও কাশেম মিয়ার ছেলে মো. রুবেল (২৭)।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, বরুড়া উপজেলার শাকপুর গ্রামের আমান রাফির (২১) সঙ্গে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর (১৯) পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৫ এপ্রিল মঙ্গলবার রাফি ওই তরুণীকে তাদের বাড়িতে ডেকে নেয়। ওই তরুণী বাড়িতে গেলে রাফির মা রাতে তাঁকে গালমন্দ বাসা থেকে বের করে দেন। পরে ওই তরুণী সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির পথে রওনা দেয়। পথে কথিত প্রেমিক রাফির যোগসাজশে শাকপুর ইঞ্জিনিয়ার গেট থেকে কয়েকজন যুবক তাঁকে জোরপূর্বক উঠিয়ে নেয়। পরে ওই তরুণীকে শাকপুর পুরান বাজার শাহজাহানের নির্জন বাগানবাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘ভোরে অভিযান চালিয়ে শাকপুরের বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামে থানায় আগেরও একটি মামলা রয়েছে।’
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
২১ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
২২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
৩২ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
১ ঘণ্টা আগে