কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক নারী যাত্রীর সঙ্গে মাইক্রোবাসের চালক ও লাইনম্যানের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীকালে এ ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া ও মোল্লাপাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নামের এক যুবক নিহত হন।
ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। পরে কোতোয়ালি পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একসঙ্গে কাজ শুরু করে।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি খলিলুর রহমানকে শাসনগাছা মোল্লাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আজ রোববার ভোর পর্যন্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার ফজলে রাব্বি (৩০), মো. কাউছার (২০), খলিলুর রহমান (৬০) ও মো. রিয়াজ (২৬); শাসনগাছা এলাকার মো. সুমন (২৮) এবং শাসনগাছা দক্ষিণ বাড়ির মো. রাশেদ (৩৮) ও সোলেমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, মো. কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
কুমিল্লা সদরের শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এ তথ্য জানান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, গত শুক্রবার দুপুরে কুমিল্লা শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এক নারী যাত্রীর সঙ্গে মাইক্রোবাসের চালক ও লাইনম্যানের তর্ক-বিতর্ক হয়। পরবর্তীকালে এ ঘটনাকে কেন্দ্র করে শাসনগাছা মধ্যপাড়া ও মোল্লাপাড়ার লোকজনের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং জামিল হাসান অর্ণব নামের এক যুবক নিহত হন।
ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। পরে কোতোয়ালি পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ একসঙ্গে কাজ শুরু করে।
জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আসামি খলিলুর রহমানকে শাসনগাছা মোল্লাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যমতে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আজ রোববার ভোর পর্যন্ত আরও ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা সদরের শাসনগাছা এলাকার ফজলে রাব্বি (৩০), মো. কাউছার (২০), খলিলুর রহমান (৬০) ও মো. রিয়াজ (২৬); শাসনগাছা এলাকার মো. সুমন (২৮) এবং শাসনগাছা দক্ষিণ বাড়ির মো. রাশেদ (৩৮) ও সোলেমান (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, খন্দকার আশফাকুজ্জামান, মো. নাজমুল হাসান, মো. কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৪৩ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে