ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিষ্কারের (বলদিয়া) কাজ করছিলেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিনের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আল আমিন তাঁদের জানান, ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে।
পরিবার জানায়, দেশে রুহুল আমিনের মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।
রুহুলের চাচা কামরুল হাসান বলেন, ‘বিয়ের দুই বছর পর সৌদি আরবে যান রুহুল। তাঁর একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ির চাপায় মারা গেছেন। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’
সৌদি আরবের জেদ্দায় মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে। গত বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান। সেখানে তিনি সড়ক পরিষ্কারের (বলদিয়া) কাজ করছিলেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিনের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আল আমিন তাঁদের জানান, ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে।
পরিবার জানায়, দেশে রুহুল আমিনের মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।
রুহুলের চাচা কামরুল হাসান বলেন, ‘বিয়ের দুই বছর পর সৌদি আরবে যান রুহুল। তাঁর একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। জেদ্দায় ডিউটি অবস্থায় ময়লার গাড়ির চাপায় মারা গেছেন। লাশ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি ও ছেলেদের দুটি হলের ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় চারগুণ ভোটে এগিয়ে গিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
১২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। সে ধারাবাহিকতা দেখা গেল ছেলেদের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ফলাফলেও।
৪১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল মোট ছয়টি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত এ ছয়টি হলেরই ফল ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগেরাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
২ ঘণ্টা আগে