নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীকে আজ শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ওই কিশোরীর প্রেমিক মোহাম্মদ মামুন (৩৪), তাঁর বন্ধু একই গ্রামের মোহাম্মদ কামালের ছেলে ছনু (২৮) ও তৌফিক (২৫) এবং পার্শ্ববর্তী আঙ্গুলখোড় গ্রামের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ আলমগীর (৪২)। গত বৃহস্পতিবার ওই কিশোরীর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন।
মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা গ্রামের পূর্ব দক্ষিণ পাড়ার মোহাম্মদ মামুনের সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক মামুন ফোন করলে ঘর ছাড়েন ওই কিশোরী। পরে প্রেমিক মামুন ও তাঁর তিন বন্ধু একটি বাগানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীকে পার্শ্ববর্তী বাগানে পেলে রেখে পালিয়ে যান তাঁরা। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই কিশোরীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর পরিবারের লোকদের খবর দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটির মেডিকেল রিপোর্ট অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হয় তাদের শাস্তি দাবি করছি। আর যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করা হয় তাহলে তাদেরও যেন সঠিক বিচার হয়।’
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরীকে আজ শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ওই কিশোরীর প্রেমিক মোহাম্মদ মামুন (৩৪), তাঁর বন্ধু একই গ্রামের মোহাম্মদ কামালের ছেলে ছনু (২৮) ও তৌফিক (২৫) এবং পার্শ্ববর্তী আঙ্গুলখোড় গ্রামের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ আলমগীর (৪২)। গত বৃহস্পতিবার ওই কিশোরীর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করেন।
মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডা গ্রামের পূর্ব দক্ষিণ পাড়ার মোহাম্মদ মামুনের সঙ্গে কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক মামুন ফোন করলে ঘর ছাড়েন ওই কিশোরী। পরে প্রেমিক মামুন ও তাঁর তিন বন্ধু একটি বাগানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীকে পার্শ্ববর্তী বাগানে পেলে রেখে পালিয়ে যান তাঁরা। বুধবার সকালে স্থানীয় লোকজন ওই কিশোরীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর পরিবারের লোকদের খবর দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটির মেডিকেল রিপোর্ট অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হয় তাদের শাস্তি দাবি করছি। আর যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করা হয় তাহলে তাদেরও যেন সঠিক বিচার হয়।’
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৩ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৩ ঘণ্টা আগেএকসময় আখের মিষ্টি গন্ধে মুখর থাকত রংপুরের বদরগঞ্জ উপজেলার গ্রামগুলো। চিনিকলের সাইরেন বাজলেই প্রাণ ফিরত শ্রমিকপল্লিতে, জমজমাট হতো স্থানীয় বাজার। কিন্তু সেই সাইরেন বহুদিন বন্ধ। ৯ মাস আগে পুনরায় চালুর ঘোষণা এলেও এখনো বন্ধই পড়ে আছে এখানকার একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিল।
৩ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর চরের অন্তত দুই বিঘা জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এরই মধ্যে চরের এক পাশে ১০ ফুট উঁচু সীমানাপ্রাচীর নির্মাণকাজ শেষ হয়েছে। উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজারের পাশের চরে এই স্থাপনা নির্মাণ করা হয়।
৪ ঘণ্টা আগে