Ajker Patrika

ড. ইউনূসের গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ঘেরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা
ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের চিংড়িঘেরে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার চারজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার সওদাগরঘোনা গ্রামের শাখাওয়াত হোসেন, মো. রাশেদ, আক্তার হোসেন ও রামপুর এলাকার মো. হাশেম (২২)। গতকাল বৃহস্পতিবার সওদাগরঘোনায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে চকরিয়া থানার পুলিশ। আজ থানা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়ার চিংড়ি জোনের রামপুর মৌজায় ৩০০ একর আয়তনের ঘেরে ডাকাতি হয়। এই ঘটনায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ব্যাপারী আব্দুল হামিদ বাদী হয়ে মামলা করেন। পুলিশ সওদাগরঘোনা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করে।

বাদী হামিদ বলেন, ‘খামার ব্যবস্থাপক উৎপল কান্তি চৌধুরীর কাছ থেকে চিংড়িঘেরে ডাকাতির খবর পাই। পরে খোঁজখবর নিতে শুরু করি এবং স্থানীয় লোকজনের মাধ্যমে ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের খামারে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি সাতজন। আরও দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত