Ajker Patrika

টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৮) নামের এক রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ জোবায়ের ক্যাম্পের মোহাম্মদ আমিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, রাতে মোহাম্মদ জোবায়ের নিজের বাসার পাশে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ জোবায়েরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় কিছু দুর্বৃত্ত আশপাশের পাহাড়ে অবস্থান করে। ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানতে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি

রেফারি হয়েও গোল দিল জাতীয় ঐকমত্য কমিশন, অভিযোগ সালাহউদ্দিনের

১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন: ট্রাম্প

জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদ্রাসাশিক্ষক আহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ