প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরব প্রবাসী রিপন আলী (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানান তাঁর বাবা কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক।
শুক্রবার সকাল ১০টার দিকে সৌদি আরব থেকে ছেলের মৃত্যুর খবর পান তিনি। রিপন আলী জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন আলী পরিবারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। এরপর থেকে ভালোই চলছিল তাঁর বাবা উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের সংসার। রিপন শুক্রবার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। তবে সকাল ১০টায় রিপন আলীর প্রবাসী বন্ধুদের কাছে তাঁর মৃত্যুর খবর পান আসাদুল হক।
রিপন আলীর বাবা আসাদুল হক বলেন, ‘রিপনের প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্বিতণ্ডা হয় রিপনের। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।’
আসাদুল হক বলেন, ‘সৌদি আরবে তার সঙ্গে থাকা প্রবাসীরা জানিয়েছে, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত আমার ছেলে। তার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে সে অস্বাভাবিক জীবনযাপন করছিল। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করছিল রিপন। হঠাৎ অসুস্থতার কথা বলে রুমে চলে যায়। বন্ধুরা কাজ শেষে রুমে গিয়ে রিপনের ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় লাশের পাশে থাকা মোবাইল ফোনে তারা একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপর পরই তারা আমাকে ফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।’
ছেলেও কিছুদিন আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন উল্লেখ করে আসাদুল হক আরও বলেন, ‘আমার ছেলের সঙ্গে পরিবারের সবার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার ছেলে চার বছর ধরে বিদেশে আছে। কখনো কোনো ঝামেলা হয়নি। আমার ছেলে কিছুদিন আগে মোবাইলে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে জানিয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম, যদি ওই মেয়ে রাজি থাকে তাহলে আমরা মোবাইলে বিয়ে পড়িয়ে রাখব। বউমাকে আমাদের সঙ্গে বাড়িতে রাখব।’
এখন ছেলের লাশ যত দ্রুত সম্ভব দেশে ফেরত আনার জন্য বিভিন্ন জনের কাছে ছোটাছুটি করছেন আসাদুল হক।
প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরব প্রবাসী রিপন আলী (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য জানান তাঁর বাবা কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হক।
শুক্রবার সকাল ১০টার দিকে সৌদি আরব থেকে ছেলের মৃত্যুর খবর পান তিনি। রিপন আলী জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন আলী পরিবারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। এরপর থেকে ভালোই চলছিল তাঁর বাবা উথলী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আসাদুল হকের সংসার। রিপন শুক্রবার বাবাকে মোটরসাইকেল কেনার জন্য টাকা পাঠাতে চেয়েছিলেন। তবে সকাল ১০টায় রিপন আলীর প্রবাসী বন্ধুদের কাছে তাঁর মৃত্যুর খবর পান আসাদুল হক।
রিপন আলীর বাবা আসাদুল হক বলেন, ‘রিপনের প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, মোবাইল ফোনে কথা বলার সময় এক মেয়ের সঙ্গে ঝগড়া ও বাগ্বিতণ্ডা হয় রিপনের। একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।’
আসাদুল হক বলেন, ‘সৌদি আরবে তার সঙ্গে থাকা প্রবাসীরা জানিয়েছে, মহেশপুর উপজেলার জিন্নানগর গ্রামের একটি মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলত আমার ছেলে। তার সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কারণে কিছুদিন ধরে সে অস্বাভাবিক জীবনযাপন করছিল। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের আল কাসিম ব্রদা এলাকায় কৃষি খামারে কাজ করছিল রিপন। হঠাৎ অসুস্থতার কথা বলে রুমে চলে যায়। বন্ধুরা কাজ শেষে রুমে গিয়ে রিপনের ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় লাশের পাশে থাকা মোবাইল ফোনে তারা একটি মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রমাণ পায়। এরপর পরই তারা আমাকে ফোনের মাধ্যমে রিপনের মৃত্যুর খবর দেয়।’
ছেলেও কিছুদিন আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন উল্লেখ করে আসাদুল হক আরও বলেন, ‘আমার ছেলের সঙ্গে পরিবারের সবার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার ছেলে চার বছর ধরে বিদেশে আছে। কখনো কোনো ঝামেলা হয়নি। আমার ছেলে কিছুদিন আগে মোবাইলে একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে বলে জানিয়েছিল। আমি তখন তাকে বলেছিলাম, যদি ওই মেয়ে রাজি থাকে তাহলে আমরা মোবাইলে বিয়ে পড়িয়ে রাখব। বউমাকে আমাদের সঙ্গে বাড়িতে রাখব।’
এখন ছেলের লাশ যত দ্রুত সম্ভব দেশে ফেরত আনার জন্য বিভিন্ন জনের কাছে ছোটাছুটি করছেন আসাদুল হক।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৩২ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
৩৭ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে