চুয়াডাঙ্গার জীবননগরে মরিয়ম বেগম (১১) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া মাঠে এই হত্যার ঘটনা ঘটে। মরিয়ম গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদপাড়ার বাসিন্দা ইকবাল মণ্ডলের মেয়ে।
মরিয়মের মা জোবেদা বেগম বলেন, ‘আমি বাড়ি ছিলাম। ১১টার দিকে ছোট বোন আর পাশের বাড়ির তিনজনের সঙ্গে ময়িরম মাঠে শাক তুলতে গিয়েছিল। দুপুরে ওরা এসে বলে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মাঠে চলে আসি। মাঠে খুঁজতে খুঁজতে এসে দেখি ভুট্টার মধ্যে ময়িরমের লাশ পড়ে রয়েছে। গলা কাটা, গায়ে শুধু গেঞ্জি।’
মরিয়মের দাদি জাহানারা বেগম বলেন, ‘মেয়ে দুটি মসজিদে ছিল। মসজিদ থেকে এসে মাকে বলল ভাত দিতে। ভাত খেয়ে শাক তুলতে যাবে। একটু পর পাশের বাড়ির শফিকুলের মেয়ে এসে ময়িরমকে বলছিল তাড়াতাড়ি খেয়ে শাক তুলতে যাবে। আমি আবার বলছি, মদু কার সঙ্গে যাবি। বলল তারা কয়জনই যাবে। বলে তারা চলে যায়। দুপুরের দিকে তিনজন কানতে কানতে এসে বলছে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তার মুখে তিল ছিল। আমরা তখন ভাত রান্না ফেলে ভুট্টার মধ্যে গিয়ে দেখি ময়িরম চিৎ হয়ে পড়ে রয়েছে। গায়ে খালি গেঞ্জি ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছিলেন। তবে তাঁরা এ ঘটনায় কোনো বক্তব্য দেননি। ঘটনাস্থলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আসবে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গার জীবননগরে মরিয়ম বেগম (১১) নামের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া মাঠে এই হত্যার ঘটনা ঘটে। মরিয়ম গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদপাড়ার বাসিন্দা ইকবাল মণ্ডলের মেয়ে।
মরিয়মের মা জোবেদা বেগম বলেন, ‘আমি বাড়ি ছিলাম। ১১টার দিকে ছোট বোন আর পাশের বাড়ির তিনজনের সঙ্গে ময়িরম মাঠে শাক তুলতে গিয়েছিল। দুপুরে ওরা এসে বলে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মাঠে চলে আসি। মাঠে খুঁজতে খুঁজতে এসে দেখি ভুট্টার মধ্যে ময়িরমের লাশ পড়ে রয়েছে। গলা কাটা, গায়ে শুধু গেঞ্জি।’
মরিয়মের দাদি জাহানারা বেগম বলেন, ‘মেয়ে দুটি মসজিদে ছিল। মসজিদ থেকে এসে মাকে বলল ভাত দিতে। ভাত খেয়ে শাক তুলতে যাবে। একটু পর পাশের বাড়ির শফিকুলের মেয়ে এসে ময়িরমকে বলছিল তাড়াতাড়ি খেয়ে শাক তুলতে যাবে। আমি আবার বলছি, মদু কার সঙ্গে যাবি। বলল তারা কয়জনই যাবে। বলে তারা চলে যায়। দুপুরের দিকে তিনজন কানতে কানতে এসে বলছে ময়িরমকে পাচ্ছে না। একজন ময়িরমকে ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তার মুখে তিল ছিল। আমরা তখন ভাত রান্না ফেলে ভুট্টার মধ্যে গিয়ে দেখি ময়িরম চিৎ হয়ে পড়ে রয়েছে। গায়ে খালি গেঞ্জি ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ছিলেন। তবে তাঁরা এ ঘটনায় কোনো বক্তব্য দেননি। ঘটনাস্থলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আসবে বলে জানা গেছে।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৩১ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
৩৬ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে