চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ; সকাল ৯টায় যা ছিল ৯২ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় আগামী কয়েক দিন তাপমাত্রা আর কমবে না। হয়তো কিছুটা বাড়তে পারে। তবে ডিসেম্বর মাসের শেষ দিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ভোর ৬টায় ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় চুয়াডাঙ্গায় জনজীবন কিছুটা স্থবির হয়ে গেছে। মানুষ দেরিতে উঠছে বিছানা থেকে। শীতের পোশাক কিনতে দোকান ও নিক্সন পট্টিতে (পুরোনো পোশাকের বাজার) ভিড় বাড়ছে।
জীবননগর উপজেলার বাঁকা গ্রামের কুলসুম বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনে শীত বেড়েছে। শীতের জন্য অতিরিক্ত পোশাক পরেছি।’ উপজেলার আবু সাইদ বলেন, ‘শীতের তীব্রতা বেড়েছে। এ জন্য গত বুধবার দুটি শীতের পোশাক কিনেছি।’
শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঠান্ডাজনিত রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এ জন্য শীতে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার তাগিদ দেন চিকিৎসকেরা।
চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে ১৭ হাজার ৬৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে জেলার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা প্রশাসন তাদের বরাদ্দের কম্বল বিতরণের জন্য নিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ হাজার ৬৯৫টি, আলমডাঙ্গায় ৬ হাজার ৫৬৫টি, দামুড়হুদায় ৩ হাজার ৬৯৫টি ও জীবননগরে ৩ হাজার ৬৯৫টি বরাদ্দ দেওয়া হয়।
চুয়াডাঙ্গায় আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ; সকাল ৯টায় যা ছিল ৯২ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় আগামী কয়েক দিন তাপমাত্রা আর কমবে না। হয়তো কিছুটা বাড়তে পারে। তবে ডিসেম্বর মাসের শেষ দিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ভোর ৬টায় ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতা বাড়ায় চুয়াডাঙ্গায় জনজীবন কিছুটা স্থবির হয়ে গেছে। মানুষ দেরিতে উঠছে বিছানা থেকে। শীতের পোশাক কিনতে দোকান ও নিক্সন পট্টিতে (পুরোনো পোশাকের বাজার) ভিড় বাড়ছে।
জীবননগর উপজেলার বাঁকা গ্রামের কুলসুম বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনে শীত বেড়েছে। শীতের জন্য অতিরিক্ত পোশাক পরেছি।’ উপজেলার আবু সাইদ বলেন, ‘শীতের তীব্রতা বেড়েছে। এ জন্য গত বুধবার দুটি শীতের পোশাক কিনেছি।’
শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঠান্ডাজনিত রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এ জন্য শীতে শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার তাগিদ দেন চিকিৎসকেরা।
চুয়াডাঙ্গা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে ১৭ হাজার ৬৫০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে জেলার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলা প্রশাসন তাদের বরাদ্দের কম্বল বিতরণের জন্য নিয়ে গেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ হাজার ৬৯৫টি, আলমডাঙ্গায় ৬ হাজার ৫৬৫টি, দামুড়হুদায় ৩ হাজার ৬৯৫টি ও জীবননগরে ৩ হাজার ৬৯৫টি বরাদ্দ দেওয়া হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৩২ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
৩৭ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
১ ঘণ্টা আগে