Ajker Patrika

তিন দিনের বৃষ্টিতে দামুড়হুদায় তলিয়ে গেছে ৯২২ বিঘা জমি

প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) 
তিন দিনের বৃষ্টিতে দামুড়হুদায় তলিয়ে গেছে ৯২২ বিঘা জমি

তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একাধিক ফসলের মাঠ। শিষ ধরা ধান, কপি, ঝাল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের খেত এখন পানির নিচে। কৃষকের একমাত্র আয়ের উৎস বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় তাঁদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

দামুড়হুদা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলায় গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার প্রায় ১ হাজার বিঘা ফসলি জমিতে পানি জমেছে। যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ভরা মৌসুমে আমন ও আউশ ধান, গ্রীষ্মকালীন সবজি কফি ঝাল, মিষ্টি কুমড়া, পেঁপেসহ অনেক ফসলের জমি পানিতে তলিয়ে গেছে।

উপজেলার মোক্তারপুর গ্রামের কৃষক টোকন বলেন, আমাদের গ্রামের অধিকাংশ জমিতে পানি জমে রয়েছে। এই এলাকায় সবজি চাষ বেশি হয়। সারের দোকানে বীজের দোকানে ঋণ করে কৃষকেরা চাষাবাদ করেছে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব তলিয়ে গেছে। এখন কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির বলেন, দামুড়হুদা উপজেলার সকল এলাকায় খবর নেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে প্রায় ১২৩ হেক্টর বা ৯২২ বিঘা জমিতে পানি জমে আছে। এত কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত