প্রতিনিধি
লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে ভাবির ছুরিকাঘাতে ইউনুছ (৪০) নামের একজন খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা জঙ্গলী পীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাবি নাছিমা আকতার (২৩) ও তাঁর স্বামী ইউসুফকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড় হাতিয়া জঙ্গলী পীরপাড়ার মো. ইউসুফের সংসারে দুজন স্ত্রী। প্রথম স্ত্রী শহরের বাসায় থাকেন এবং দ্বিতীয় স্ত্রী নাছিমা আকতার বড় হাতিয়ায় নিজ গ্রামে স্বামীর বাড়িতে থাকেন। তিন বছর আগে ইউসুফ দ্বিতীয় স্ত্রী হিসেবে নাছিমাকে বিবাহ করেন। ঘটনার দিন বুধবার দুপুরে নাছিমা আকতার ও তাঁর দেবর ইউনুছের মধ্যে ঝগড়া হয়। পরে নাছিমা আকতার স্বামীকে ঝগড়ার বিষয়টি জানালে ইউসুফ তাঁর ছোট ভাই ইউনুছকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করতে চুনতি পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়। চুনতি ফাঁড়ির পুলিশ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে যায়। পরে ওই দিন সন্ধ্যায় নাছিমা ও ইউনুছের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে নাছিমা বেগম ইউনুছকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মুহাম্মদ হেলাল জানান, `আমার বড় ভাই ইউনুছ আমার সঙ্গে দোকান পরিচালনা করত। পারিবারিক কলহ নিয়ে ভাবির কথা শুনে বড় ভাই ইউসুফ ছোট ভাই ইউনুছকে বিবাদী করে থানায় অভিযোগ করেছে বলে জানতে পারি।'
নিহতের স্ত্রী রেহেনা আকতার জানান, `আমার স্বামী নির্দোষ। ভাবি নাছিমা আমার স্বামীকে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করেছে।'
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রফিক উদ্দিন বলেন, `ইউসুফের স্ত্রী নাছিমাকে দেবর ইউনুছ গতকাল রাতে মারধর করেছিল। মারধরের ঘটনাটি ইউসুফ আমাকে জানালে চেয়ারম্যানসহ বসে বৈঠকের মাধ্যমে সমাধান করে দেওয়ার পরামর্শ দিয়েছি।'
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান বলেন, `ইউসুফের দুজন স্ত্রী। তার প্রথম স্ত্রী শহরে থাকে। দ্বিতীয় স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। তাঁর স্ত্রীকে ছোট ভাই ইউনুছ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ইউসুফ তার ছোট ভাইকে বাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।'
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে জড়িত ঘাতক ভাবি নাছিমা ও তাঁর স্বামী ইউসুফকে আটক করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে ভাবির ছুরিকাঘাতে ইউনুছ (৪০) নামের একজন খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা জঙ্গলী পীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাবি নাছিমা আকতার (২৩) ও তাঁর স্বামী ইউসুফকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বড় হাতিয়া জঙ্গলী পীরপাড়ার মো. ইউসুফের সংসারে দুজন স্ত্রী। প্রথম স্ত্রী শহরের বাসায় থাকেন এবং দ্বিতীয় স্ত্রী নাছিমা আকতার বড় হাতিয়ায় নিজ গ্রামে স্বামীর বাড়িতে থাকেন। তিন বছর আগে ইউসুফ দ্বিতীয় স্ত্রী হিসেবে নাছিমাকে বিবাহ করেন। ঘটনার দিন বুধবার দুপুরে নাছিমা আকতার ও তাঁর দেবর ইউনুছের মধ্যে ঝগড়া হয়। পরে নাছিমা আকতার স্বামীকে ঝগড়ার বিষয়টি জানালে ইউসুফ তাঁর ছোট ভাই ইউনুছকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করতে চুনতি পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়। চুনতি ফাঁড়ির পুলিশ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে যায়। পরে ওই দিন সন্ধ্যায় নাছিমা ও ইউনুছের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে নাছিমা বেগম ইউনুছকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মুহাম্মদ হেলাল জানান, `আমার বড় ভাই ইউনুছ আমার সঙ্গে দোকান পরিচালনা করত। পারিবারিক কলহ নিয়ে ভাবির কথা শুনে বড় ভাই ইউসুফ ছোট ভাই ইউনুছকে বিবাদী করে থানায় অভিযোগ করেছে বলে জানতে পারি।'
নিহতের স্ত্রী রেহেনা আকতার জানান, `আমার স্বামী নির্দোষ। ভাবি নাছিমা আমার স্বামীকে নির্মমভাবে ছুরিকাঘাত করে খুন করেছে।'
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রফিক উদ্দিন বলেন, `ইউসুফের স্ত্রী নাছিমাকে দেবর ইউনুছ গতকাল রাতে মারধর করেছিল। মারধরের ঘটনাটি ইউসুফ আমাকে জানালে চেয়ারম্যানসহ বসে বৈঠকের মাধ্যমে সমাধান করে দেওয়ার পরামর্শ দিয়েছি।'
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান বলেন, `ইউসুফের দুজন স্ত্রী। তার প্রথম স্ত্রী শহরে থাকে। দ্বিতীয় স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। তাঁর স্ত্রীকে ছোট ভাই ইউনুছ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে ইউসুফ তার ছোট ভাইকে বাদী করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।'
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে জড়িত ঘাতক ভাবি নাছিমা ও তাঁর স্বামী ইউসুফকে আটক করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
৩৫ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে