Ajker Patrika

চট্টগ্রামে ঘরের তালা ভেঙে যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই যুবকের নাম সালাউদ্দিন বলে জানা গেলেও পরিচয় জানা যায়নি। আজ সোমবার নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির কুয়ারপাড় এলাকার একটি টিনশেড ঘরের তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে ওই ঘর থেকে লাশের দুর্গন্ধ বের হলে আশপাশের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখ ও হাত-পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। লাশের মুখ ও শরীরও ফুলে গেছে। ঘরের ভেতরে রক্তের চিহ্ন রয়েছে। তাঁকে গলা কেটে খুন করা হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।’ তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের এই কর্মকর্তা লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান।

তিনি আরও বলেন, ‘এক মাস আগে তিনজন মিলে ঘরটি ভাড়া নিয়েছিল। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের মালিকের ধারণা ছিল, তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা লাশ পায়।’

ঘরের মালিক সেনোয়ারা বেগম ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তিন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়ে দুই হাজার টাকায় টিনশেডের ঘরটি ভাড়া নিয়েছিল। এদের মধ্যে নিহত যুবক নিজেকে সালাউদ্দিন হিসেবে পরিচয় দিয়েছিল।’ এ সময় ওই যুবক দিনমজুরের কাজ করেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত