Ajker Patrika

নির্বাচন করবেন না কর্নেল অলি, সমর্থন চাইলেন ছেলের জন্য

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২১: ২৭
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কর্নেল অলি। ছবি: আজকের পত্রিকা
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কর্নেল অলি। ছবি: আজকের পত্রিকা

সাবেক যোগাযোগমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদ (অব.) বলেছেন, তিনি আর নির্বাচন করবেন না। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ছেলেকে তাঁর উত্তরসূরি হিসেবে ঘোষণা করে তাঁর জন্য সমর্থন চেয়েছেন।

আজ সোমবার সকালে চন্দনাইশ উপজেলার বরমা কলেজে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘আমি আর নির্বাচন করব না। আপনাদের একটা চিন্তা ছিল যে অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কে নেবে। কোনো লুচ্চা, কোনো বাটপার যদি আপনাদের দায়িত্ব নেয়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। এখানে আর কোনো খেলা হবে না। যার জন্য ছেলে অধ্যাপক ওমর ফারুককে আমেরিকাতে লেখাপড়া করিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি, পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটির একটা। আপনাদের জন্য তাকে প্রস্তুত করেছি এবং আমি মনে করি আমার জীবদ্দশায় যদি তাকে আপনাদের গছায়ে দিতে পারি, সে যদি কোনো ভুলভ্রান্তি করে—তার বিরুদ্ধে আমাকে অভিযোগ করতে পারবেন।’

মা সমাবেশে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি কি আমার ছেলেকে আপনাদের গছায় দিতে পারি?’ সবাইকে হাত তুলেতে বললে সবাই হাত উঁচু করে সমর্থন জানালে সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক, গভর্নিং বডির দাতা সদস্য মাহমুদ বিন কাসেম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত