Ajker Patrika

মন্ত্রীর নামফলক ঘিরে ময়লার স্তূপ

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 
মন্ত্রীর নামফলক ঘিরে ময়লার স্তূপ

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগর খোয়াজনগর-চরপাথরঘাটা আইকেসি সড়কে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। রাস্তার পাশে ফেলা হচ্ছে বিভিন্ন শিল্পকারখানা থেকে শুরু করে দোকানের ময়লা। ময়লার দুর্গন্ধে গ্রামের মানুষজনসহ চলাচলরত যানবাহন ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। এসব ময়লায় জন্ম নিচ্ছে মশা-মাছি, ছড়াচ্ছে রোগজীবাণু। 

আজ সোমবার দুপুরে সরেজমিনে ওই সড়ক এলাকায় গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর ১৩৫০ মিটার ওই সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। পটিয়া এলজিইডির অধীনে কাজটি বাস্তবায়ন করেন মেসার্স জুলধা ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উদ্বোধনের পর থেকে নামফলক ঘেঁষে সড়কে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। 

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, রাতের আঁধারে ওই এলাকার শিল্পপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ স্থানীয়রাও প্রতিদিন ময়লা-আবর্জনা ওই সড়কে ফেলে রেখে যান। তা ছাড়া ওই এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সাধারণ মানুষ, দোকানপাট ও শিল্পপ্রতিষ্ঠানের সব ধরনের ময়লা-আবর্জনা কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে। প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলে রাখায় এখানকার পরিবেশ বিষিয়ে উঠেছে। 

অপর এক বাসিন্দা মুহাম্মদ সেলিম হক বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। জনবসতি ও গুরুত্বপূর্ণ সড়কে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখাটা খুবই দুঃখজনক।  

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, যারা সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত