Ajker Patrika

ওভারটাইমের দাবিতে এমডিকে অবরুদ্ধের ঘটনায় চার কর্মীকে বদলি

 আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ওভারটাইমের দাবিতে এমডিকে অবরুদ্ধের ঘটনায় চার কর্মীকে বদলি

ওভারটাইমের দাবিতে চিটাগাং ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদুল্লাহ খানকে অবরুদ্ধ করার ঘটনায় চারজন কর্মচারীকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানায় ও একজনকে বাড়বকুণ্ডের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে বদলি করা হয়। আজ বৃহস্পতিবার বিসিআইসির প্রধান কার্যালয়ের উপকর্মচারী প্রধান (প্রশাসন) মোহাম্মদ মোশতাক আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বদলির আদেশের পর তাঁদের তাৎক্ষনিকভাবে অব্যাহতি (ষ্ট্যান্ড রিলিজ) দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যে চারজনকে বদলি করা হয়েছে তাঁরা হলেন, হাইলি স্কিল অপারেটর মো. এমরান খান ও আমির হোসেন, এমোনিয়া বিভাগের স্কিল অপারেটর সুমন কান্তি দাস ও মো. তৌহিদুল আলম।

এর মধ্যে মো. এমরান খানকে বাড়বকুণ্ডের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সে বদলি করা করা হয়েছে। বাকি তিন জনকে বদলি করা করা হয়েছে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানিতে।

সিইউএফএলের এমডি মো. শহীদুল্লাহ খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২০ অক্টোবর সিইউএফএলে ওভারটাইমের দাবিতে এমডিকে অবরুদ্ধ করার ঘটনায় তাঁদের বদলি করা হয়েছে এবং তাঁদের ষ্ট্যান্ডরিলিজ দেওয়া হয়েছে।’

গত ২০ অক্টোবর বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এমডি মো. শহীদুল্লাহ খানকে ওভারটাইমের দাবিতে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। এ সময় শ্রমিকেরা এমডির কার্যালয়ে ভাংচুর করেন। বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ ও এসির সংযোগ। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিসিআইসির মহাব্যবস্থাপক শাহনাজ বেগমের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি ঘটনার পরদিন শুক্রবার সিইউএফএল পরিদর্শনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত