নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিমানবন্দরে ভেতরে ডাকাতদলের সোর্স অবস্থান করত। বিদেশ থেকে আগত প্রবাসীদের টার্গেট করত এসব সদস্যরা। তারপর বাইরে থাকা ডাকাতদলকে এসব প্রবাসীরা কোন গাড়িতে করে কোথায় যাচ্ছেন, সেসব তথ্য সরবরাহ করত। এবার বাইরে থাকা ডাকাতদলের সদস্যরা পথে সুযোগ বুঝে আটকিয়ে প্রবাসীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিত।
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে এই চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন-মো. ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া ওরফে আরমান, কিল্টন দে ও কায়সার হামিদ।
র্যাব জানায়, আটকদের কয়েকজন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে বিদেশফেরত লোকদের টার্গেট করে। এরপর টার্গেট করা ব্যক্তিরা বের হলে নির্জনস্থানে তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে নেয়। একই সঙ্গে তাদের পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে টাকা দাবি করে।
এ ছাড়া চক্রটি চট্টগ্রামের বিভিন্ন রুটে চালকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে। আবার রমজান মাসে বেশি টাকা নিয়ে চলাফেরা করা লোকদের টার্গেট করে নির্জন স্থানে সর্বস্ব লুট করে নিত দলটি।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে। ফলে ডাকাত দলের ১১ সদস্য ধরা পড়ে। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
বিমানবন্দরে ভেতরে ডাকাতদলের সোর্স অবস্থান করত। বিদেশ থেকে আগত প্রবাসীদের টার্গেট করত এসব সদস্যরা। তারপর বাইরে থাকা ডাকাতদলকে এসব প্রবাসীরা কোন গাড়িতে করে কোথায় যাচ্ছেন, সেসব তথ্য সরবরাহ করত। এবার বাইরে থাকা ডাকাতদলের সদস্যরা পথে সুযোগ বুঝে আটকিয়ে প্রবাসীদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিত।
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে এই চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন-মো. ইমরান হাসান, মো. রুবেল, মো. শফি ওরফে মিজান, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন, ইয়াছিন আরাফাত মিনার, মো. জমির, মো. সৈকত, হাবিবুল কিবরিয়া ওরফে আরমান, কিল্টন দে ও কায়সার হামিদ।
র্যাব জানায়, আটকদের কয়েকজন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করে বিদেশফেরত লোকদের টার্গেট করে। এরপর টার্গেট করা ব্যক্তিরা বের হলে নির্জনস্থানে তাদের সঙ্গে থাকা মালামাল নিয়ে নেয়। একই সঙ্গে তাদের পাসপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে টাকা দাবি করে।
এ ছাড়া চক্রটি চট্টগ্রামের বিভিন্ন রুটে চালকদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে। আবার রমজান মাসে বেশি টাকা নিয়ে চলাফেরা করা লোকদের টার্গেট করে নির্জন স্থানে সর্বস্ব লুট করে নিত দলটি।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদকে সামনে রেখে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে। ফলে ডাকাত দলের ১১ সদস্য ধরা পড়ে। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
ঝালকাঠির নলছিটিতে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকস নামক একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৫ মিনিট আগেজুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে থাকা তিন শিক্ষক ও একজন কর্মকর্তাকে গুরুদণ্ড দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বৃহস্পতিবার (৬ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান
১০ মিনিট আগেমাথায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক। তাঁর অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে তাঁর পরিবার।
২৯ মিনিট আগেঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বিটুমিন-পাথর মিশানোর ডিপো বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করে তারা।
৩২ মিনিট আগে