Ajker Patrika

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় পলাতক বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭: ১৪
Thumbnail image

হবিগঞ্জের লাখাইয়ে কৃষক বধুলাল দাশকে (৪২) কুপিয়ে হত্যা মামলায় পলাতক বাবা ও ছেলেকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার। 

গ্রেপ্তার দুজন হলেন বাবুল মিয়া (৩৫) ও তাঁর ছেলে করিম মিয়া (২২)। হবিগঞ্জ জেলার লাখাই থানার চরগাঁও এলাকার বাসিন্দা তাঁরা। নিহত বধুলাল দাস একই এলাকার বাসিন্দা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, অভিযুক্ত বাবুল এবং তাঁর সহযোগীরা বধুলালের প্রতিবেশী। দীর্ঘদিন যাবৎ তাঁদের মধ্যে জমি চাষাবাদ নিয়ে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে উভয়ের মধ্যে মীমাংসা হয়। ১১ জানুয়ারি রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন বধুলাল। পথে লাখাই থানার কাঁঠালকান্দি এলাকায় পৌঁছালে তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। 
 
এ ঘটনায় বধুলালের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে মামলার প্রধান আসামি বাবুল মিয়া চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। গত শুক্রবার র‍্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকা থেকে ছেলে করিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত