হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে যাত্রীবেশে ব্যবসায়ীর কাছ থেকে মালামাল ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মো. ওসমান গনি রাশেদ (২৬)। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সঞ্জয় দাশ (২৯) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন সরকারহাট কালী বাড়ি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছিনতাইকারী রাশেদ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ইছাছড়া গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকেন।
জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বিবির হাট এলাকার ব্যবসায়ী সঞ্জয় দাশ চট্টগ্রাম শহর থেকে হাটহাজারী নেমে সিএনজি অটোরিকশাযোগে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এর আগে যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ওঠেন দুই ছিনতাইকারী। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মির্জাপুর এলাকার সরকারহাট কালী বাড়ি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী রাশেদ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী সঞ্জয় দাশ আহত হন।
এর মধ্যে কিছু দূর যাওয়ার পর ব্যবসায়ীকে সিএনজি থেকে ফেলে দেয় তারা। এরপর ব্যবসায়ীর চিৎকারে মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিন নামে এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সিএনজি অটোরিকশা অনুসরণ করে মুনিয়াপুকুর পাড় এলাকায় গিয়ে গতিরোধ করে জনতার সহযোগিতায় ছিনতাইকারী রাশেদকে আটক করে।
এদিকে ৯৯৯-এ ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা উপপরিদর্শক সোহেল আহমেদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী রাশেদকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি স্টিলের ছুরি, একটি ব্যাগ (যাহার মধ্যে মোবাইলের ব্যাটারি, মেমোরীকার্ড, ডিসপ্লে) উদ্ধার করে। তবে ছিনতাইকারী দলের অপর সদস্য ও সিএনজি অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাঁদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সঞ্জয় দাশ বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ছিনতাইকারী মো. ওসমান গনি রাশেদকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীতে যাত্রীবেশে ব্যবসায়ীর কাছ থেকে মালামাল ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মো. ওসমান গনি রাশেদ (২৬)। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সঞ্জয় দাশ (২৯) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন সরকারহাট কালী বাড়ি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ছিনতাইকারী রাশেদ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ইছাছড়া গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকেন।
জানা গেছে, ফটিকছড়ি উপজেলার বিবির হাট এলাকার ব্যবসায়ী সঞ্জয় দাশ চট্টগ্রাম শহর থেকে হাটহাজারী নেমে সিএনজি অটোরিকশাযোগে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এর আগে যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ওঠেন দুই ছিনতাইকারী। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর মির্জাপুর এলাকার সরকারহাট কালী বাড়ি রাস্তার মাথা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী রাশেদ ব্যবসায়ীর গলায় ছুরি ধরে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী সঞ্জয় দাশ আহত হন।
এর মধ্যে কিছু দূর যাওয়ার পর ব্যবসায়ীকে সিএনজি থেকে ফেলে দেয় তারা। এরপর ব্যবসায়ীর চিৎকারে মোটরসাইকেল আরোহী গিয়াস উদ্দিন নামে এক বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সিএনজি অটোরিকশা অনুসরণ করে মুনিয়াপুকুর পাড় এলাকায় গিয়ে গতিরোধ করে জনতার সহযোগিতায় ছিনতাইকারী রাশেদকে আটক করে।
এদিকে ৯৯৯-এ ঘটনার খবর পেয়ে হাটহাজারী থানা উপপরিদর্শক সোহেল আহমেদ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী রাশেদকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি স্টিলের ছুরি, একটি ব্যাগ (যাহার মধ্যে মোবাইলের ব্যাটারি, মেমোরীকার্ড, ডিসপ্লে) উদ্ধার করে। তবে ছিনতাইকারী দলের অপর সদস্য ও সিএনজি অটোরিকশার চালক পালিয়ে যাওয়ায় তাঁদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা জানতে চাইলে হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ জানান, এ ঘটনায় ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সঞ্জয় দাশ বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ছিনতাইকারী মো. ওসমান গনি রাশেদকে আজ শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে