Ajker Patrika

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা-গুলির ঘটনায় গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা-গুলির ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়িবহরে হামলা ও গুলির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাঈনুদ্দিন মনির, সাদমান বিন আসাদ, নাফিজ ইমরান, মাহমুদুল হাসান ও লিটন বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘হামলার ভিডিও ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আরও কারা এ ঘটনায় জড়িত ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। তাদেরও আইনের আওতায় আনা হবে।’

হামলার ঘটনায় থানায় সামশুল হক চৌধুরীর পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত পটিয়ার কুসুমপুরা ইউনিয়নে সামশুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারে দুই দফা রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। তাতে সামশুলের ভাই-বোনসহ অন্তত ২৫ জন আহত হন বলে তাঁদের দাবি। এ ছাড়া এ সময় প্রার্থীর গাড়িসহ নির্বাচনী প্রচারে যুক্ত অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।

হামলার পর রাতে গুলিবিদ্ধ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মনির হোসেনকে (৪৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া প্রার্থীর বোন সুলতানা ইয়াসমিন রেখা (৪২), রাসেল (৩৩) ও কাসেমকেও (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক রাতে আহতদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

সামশুলের অনুসারীরা এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের দায়ী করেন।

সামশুল হক চৌধুরী ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার সংসদ নির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নবঞ্চিত সামশুল নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত