Ajker Patrika

লন্ডনে যাওয়ার ১৩ দিনের মাথায় আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি নোয়াখালী
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৫: ৪০
লন্ডনে যাওয়ার ১৩ দিনের মাথায় আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে সেডনবার্গ শহরে আগুনে পুড়ে মো. মিজানুর রহমান (৪১) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশিসহ আহত হয়েছেন আরও ২৩ জন। নিহত মিজানুর রহমান ১৩ দিন আগে ভ্রমণ ভিসায় লন্ডনে গিয়েছিলেন। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর। নিহত মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রবের ছেলে। তিন ভাই তিন বোনের মধ্যে মিজান ছিলেন দ্বিতীয়। মিজানুরের এক ছেলে ও এক মেয়ের রয়েছে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আলম মিজানুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের বাবা আবদুর রব বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে আসেন তিনি। এর পর থেকে বাড়িতেই ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনে যান মিজানুর। গত শনিবার রাতে নিজ বাসায় অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন মিজানুর। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিস্ফোরণ হয়ে পুরো বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসায় থাকা মিজানসহ ২৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের রয়্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

মিজানুরের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়ি সেনবাগে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী খাদিজা আক্তার। ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়াও অঝোরে কাঁদছে। দ্রুত সময়ের মধ্যে মিজানুর রহমানের মৃতদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত